|
---|
এম এস ইসলাম ,বর্ধমান : বর্ধমান শহরে কয়েক হাজার কোটি টাকার ওয়াকফ সম্পত্তি আছে যে গুলি বেহাত হতে চলেছে ।বর্ধমান শহরের বালিডাঙ্গা মৌজায় রেসকোর্স রোড এর পশ্চিম দিকের দাগ নাম্বার ১২৮৫ ১২৮৬ ও পূর্ব দিকের দাগ নাম্বার ১৪২৬ ১৪২৭, ১৪২৮, ১৪২৯ দাগের অংশ ওয়াকফ সম্পত্তি।এই সম্পত্তি বহুদিন থেকে কিছু অসৎ লোকের কুনজরে পড়েছে । ২৭ ডিসেম্বর কিছু জমি মাফিয়া দুষ্কৃতী ও অসৎ ব্যক্তি এই জায়গায় গিয়ে বাঁশ অন্যান্য সরঞ্জাম দিয়ে দখল করার চেষ্টা করে। মানিক সেখ এ ওয়াকফ এর নামে একটি কমিটি আছে , এর সম্পাদক সানে আলম শেখ ও কিছু কমিটির সদস্য বাইরে থাকার সুযোগ নিয়ে তারা দখল নিতে চায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সানে আলম শেখ বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম ফাগুন সাহেবের সঙ্গে যোগাযোগ করলে অপার্থিব ইসলাম বর্ধমান সদর থানার আইসি সুখময় চক্রবর্তী কে ব্যাপারটি দেখার জন্য অনুরোধ করেন। বর্ধমান সদর থানার আইসি খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ভ্যান পাঠিয়ে জবর দখলকারীদের কে হটিয়ে দেন। যদিও স্থানীয় এলাকায় একটি পার্টি অফিস হয়ে রয়েছে ওই জায়গার উপর। সদর থানার আই সি বলেন এখনো কিছু ওয়াকফ সম্পত্তি আগে থেকেই জবর দখল কারিরা বসে আছেন ।তিনি অভিযোগ কারীদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাবার পরামর্শ দেন ।বর্তমান পশ্চিম বঙ্গ সরকারের সংখ্যালঘু কমিশনের চেয়াম্যান আহমেদ হাসান ইমরান কে এই ব্যাপারে জানালে তিনি বলেন অনেক বিশিষ্ট মুসলিম ব্যক্তি মুসলমান সমাজের উন্নয়নে ও ধর্মীয় কাজে এই সম্পত্তি দান করে গেছেন ।এই সম্পত্তি যে বা যারা বেআইনি দখল করলে সরকারি আইন অনুযায়ী করা শাস্তির ব্যবস্থা আছে ।পূর্ব বর্ধমানের পুলিশ কে ধন্যবাদ তারা সঠিক পদক্ষেপ নিয়েছেন । স্থানীয় কাউন্সিলর কে জানালে তিনি এর ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন । প্রায় ১০০ কোটি টাকার বেশি দামী এই সম্পত্তি সমাজ উন্নয়নে ব্যবহার করলে পিছিয়ে পড়া শ্রেণী অনেক উন্নতি সাধন হবে বলে সাধারণ মানুষের ধারণা। শহরে শয়ে শয়ে কোটি টাকার সম্পত্তি ক্রমশ বেদখল হয়ে যাচ্ছে। দেখভাল করার কেও নেই । ওয়াকফ বোর্ড ঘুমিয়ে থাকায় ক্রমশ সম্পত্তির হাতছাড়া হয়ে যাচ্ছে। আজকের পুলিশের ভূমিকায় মানিক শেখ ওয়াকফ স্টেট কমিটির সম্পাদক সানে আলম শেখ বর্ধমান সদর থানার আইসি সুখময় চক্রবর্তী ও পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলামের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। অপার্থিব ইসলাম বলেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার ওয়াকফ সম্পত্তি বেদখল কোনো ভাবেই সহ্য করবেনা ।যারা জোর করে ওয়াকফ সম্পত্তি দখল করতে চাইবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেবে প্রশাসন ।