জিএসটি ও আয়কর নিয়ে সেমিনারে বিচারপতি 

মোল্লা জসিমউদ্দিন : গত শনিবার নদীয়ার  কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনে নদীয়ার ট্যাক্স এডভোকেটস এসোসিয়েশন এর সেমিনার  হলো জিএসটি ও ইনকাম ট্যাক্স নিয়ে। প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্ট এর বিচারপতি অমৃতা সিনহা। পাশাপাশি কারামন্ত্রী উজ্জল বিশ্বাস, বিধায়ক নাসিরুদ্দিন  আহমেদ, আইনজীবি ও ট্যাবের সভাপতি সজ্জন কুমার তুলসিয়ান, সিদ্ধার্থ মুখোপাধ্যায় (বার কাউন্সিলের সদস্য ও ট্যাক্স এডভোকেটস এসোসিয়েশন এর সম্পাদক) উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের নানান জেলা থেকে ৩৫০ জন ট্যাক্স আইনজীবি উপস্থিত ছিলেন। দিল্লী থেকে ড: গিরিশ আহুজা ইনকাম ট্যাক্স ও আইনজীবি প্রদীপ দাস ও জিএসটির আধিকারিক সুবীর ঘোষ তার বক্তব্যের মাধ্যমে সকলকে মাতিয়ে  দেন। যুগ্ম আহ্বায়ক অসীম বিশ্বাস, চিরঞ্জীব  সাহা সহ কমিটির অন্যান্য সদস্য সৌমিত্র ঘোষ, সুমিত গুপ্ত, উদয় দাস ,গৌতম দাস, কমল দাস প্রমুখ ছিলেন। সেমিনারে আগতদের ধন্যবাদ জানিয়ে উক্ত সংগঠন এর সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়