গলসির পুরসাতে ফুটবলের সেমিফাইনালে উঠল উচ্চগ্রাম মিলন সংঘ

আজিজুর রহমান,গলসি : গলসির পুরসায় ডিভিসি সংলগ্ন মাঠে ফুটবলের  কোয়াটার ফাইনালে জয়ী হল উচ্চগ্রাম মিলন সংঘ। আজকের কোয়াটার ফাইনাল উচ্চগ্রাম মিলন সংঘ ও কমল সাগর ইউনাইটেড ক্লাব মুখোমুখি হয়। এলাকার জনপ্রিয় এই খেলাটি শুরু হয়েছে ইংরেজী ১৭ ই নভেম্বর থেকে শুরু করেছে পুরসা অগ্রগামী যুব সংঘ। খেলায় হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ মহুর্তে জয় ছিনিয়ে নেয় উচ্চগ্রাম মিলন সংঘ। খেলার প্রথম অর্ধে ২৫ মিনিটে গোল করেন কমল সাগর ইউনাইটেড ক্লাবের খেলোয়াড় কৌশিক ক্ষেত্রপাল। তারপর জমজমাটি খেলার পরও প্রথম অর্ধে উচ্চগ্রাম কোন গোল করতে পারেনি। তবে দ্বিতীয় অর্থে দুই মিনিটে উচ্চগ্রামের সমর রায় সেই গোল পরিশোধ করে খেলার সমতা ফেরায়। সাত মিনিটের মাথায় উচ্চগ্রাম দলের রুপলাল টুডু আবারও একটি গোল করে খেলার মোড় ঘুরিয়ে দেয়। তবে ২৭ মিনিটের মাথায় কমল সাগর ইউনাইটেড ক্লাবের খেলোয়াড় সাগর রায় সেই গোল পরিশোধ করে খেলার সমতা ফেরায়। তবে শেষ মহুর্তের ৩২ মিনিটে বক্সের কাছে হেডে গোল দিয়ে জয় ছিঁনিয়ে নেয় উচ্চগ্রাম মিলন সংঘের খেলোয়াড় বাবুতা মুর্মু। খেলায় ৩-২ গোলে জয়লাভ করে উচ্চগ্রাম মিলন সংঘ। স্টপারে একক প্রচেষ্টায় সকল প্রতিপক্ষের আক্রমণ কে ব্যার্থ করে প্লেয়ার অফদা ম্যাচ হন উচ্চগ্রামের খেলোয়াড় গৌরব পান্ডে। এদিনের খেলার মাঠে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী, আসরাফুল হক মন্ডল, ফুটবল রেফারী তথা ফুটবল প্রশিক্ষক শ্যামল গোস্বামী, ক্রিড়া অনুরাগী তথা স্কুল শিক্ষক আবুবাক্কার খান, সহ অনেকে।