|
---|
সেখ মোহাম্মদ ইমরান,নতুন গতি, মেদিনীপুর:- ডেবরার গৌরাঙ্গচকে একট ভয়ঙ্কর বাস দুর্ঘটনা প্রত্যক্ষ করল এলাকাবাসী। এদিন দুপুর ২টার সময় ইন্ডিয়ান নামক বাসটি ট্যাবাগেড় থেকে ডেবরার দিকে যাওয়ার পথে গৌরাঙ্গচকের কাছে ব্রেক ফেল হয়ে রাস্তার পাশে ইলেকট্রিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে।
প্রত্যক্ষদর্শী মতে, বাসটি দ্রুত গতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। বাসের সামনের সিটে যারা বসেছিল তারা আহত হয়। যদিও প্রাথমিক চিকিৎসার পর আহতদের ছেড়ে দেওয়া হয়।