বিনা ব্যয়ে প্রাণী স্বাস্থ্য চিকিত্সা শিবির

বিনা ব্যয়ে প্রাণী স্বাস্থ্য চিকিত্সা শিবির
শেখ আরেফুল ,নতুন গতি, , পূর্ব মেদিনীপুর
ফতেপুর আল আমিন অনাথ ফাউন্ডেশানের পক্ষ থেকে বিনাব্যয়ে প্রানী স্বাস্থ্য চিকিত্সা শিবির অনুষ্ঠিত হয়, সুতাহাটা ব্লক প্রানী স্বাস্থ্য বিকাশ দপ্তরের সহযোগিতায়,
সুতাহাটা ব্লক প্রানী দপ্তরে আধিকারিক -(B L D O) ডাঃ অজিত সামন্ত,ডাঃ প্রসূন মুখার্জি (VC,BAHC),ডাঃ অসিত কান্ডার,
পঞ্চায়েত সদস্য- সেক আবুল হাসান (ফতেপুর বুথ) ,সংস্থার সম্পাদক ডাঃ সেকআনোয়ারহোসেন, উপস্থিত ছিলেন,
100 টি ছাগল, 70 টি গরু, 100 টি মুরগী, 30 টি হাঁস, বিনাব্যয় ভ্যাকসিন দেওয়া ও ঔষধ প্রদান করা হয়, এবং তিন জন বেনিফেসিয়ারির হাতে উপহার তুলে দেওয়া হয়, যাতে উন্নত জাতের বীড পালান করে,ও সবার আগ্রহ বাড়ে, পঞ্চায়েত সদস্য সেক আবুল হাসান বলে এই সংস্থাটি দীর্ঘ 7 বছর ধরে ধারাবাহিক ভাবে শিক্ষা, পরিবেশ, কুসংস্কার বিরোধী সেমিনার, স্বাস্থ্য, অনাথ দুঃস্থদের দের বস্ত্র, শীত বস্ত্র, বৃক্ষরোপণ, মেধা অভীক্ষা, সেই সঙ্গে প্রাণী স্বাস্থ্য চিকিত্সা শিবিরের উপরে জোর দিয়ে কাজ করছে,যাতে আরো বেশি করে সামাজিক কর্ম কান্ডে থেকে সংস্থাটি এগিয়ে যেতে পারে তার সাফল্য কামনা করেন, সেই সঙ্গে BLDO ডাঃ অজিত সামন্ত বলেন যাতে আরো বেশি বেশি করে এরকম ক্যাম্প করা যায়, তার পূর্ণ সহযোগিতা করবেন, এই ক্যাম্প সুষ্ঠ ভাবে সমাপ্ত হওয়া তিনি আনন্দিত, ফতেপুর, গৌরাঙ্গপুর, বলরামপুর,বৃঞ্চিবেড়িয়া গ্রামের মানুষ পরিষেবা নেই, সাধারণ জনগণ বলে এই সংস্থাটি দীর্ঘ সময় ধরে বিভিন্ন সামাজিক কাজ কর্মের মাধ্যমে আমাদেরকে পরিষেবা প্রদান করে থাকে