|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : ২০২১ বিধানসভা নির্বাচনে ১২৯ কুলতলি তপঃ বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস শ্রী গনেশ চন্দ্র মন্ডল কে প্রার্থী করেন। তাতে কুলতলি বিধানসভা থেকে ৫০ হাজারের অধিক ভোটে ভারতীয় জনতা পার্টির প্রার্থী মিন্টু হালদারকে পরাজিত করেন তিনি। তার পর থেকে একের পর এক বিরোধী দলের থাকা গ্রাম পঞ্চায়েত গুলি তৃণমূল কংগ্রেসের দখলে চলে আসে। এই মুহুর্তে প্রতিটি অঞ্চলে বিধায়ক সম্মর্ধনা-যোগদান সভা,অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তাতে দেখা মিলছে বিজেপি,সি পি আই এম, এস ইউ সি আই দলের কয়েক হাজার মানুষ জন তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিচ্ছেন। কুলতলির গুড়গুড়িয়া-ভুবনেশ্বরী অঞ্চলের তিন হাজারের অধিক মানুষ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মেরিগঞ্জ দুই অঞ্চলে বিজেপি,সি পি আই এম, এস ইউ সি আই কমিউনিস্ট পার্টির থেকে দুই হাজারের অধিক মানুষ জন তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেয়। গোপালগঞ্জ পশ্চিম পারের-বিধায়ক সম্মার্ধনা,যোগদান সভা, অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় আর তাতে দুই হাজারের কাছাকাছি মানুষ জন তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেয়। গোপালগঞ্জ পূর্ব অঞ্চলে তিন হাজারের অধিক মানুষ জন তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেয়। তার মধ্যে উল্লেখযোগ্য বিজেপি নেতা নিত্যানন্দ মন্ডল, পঞ্চায়েত সদস্য রনজিৎ হালদার সহ তিন হাজারের অধিক ব্যক্তি আজ তৃণমূলের পতাকা তুলে নেন। কুলতলি বিধান সভার ১৩ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে যে গুলি তৃণমূল কংগ্রেসের দখলে। একের পর এক অঞ্চল গুলিতে এই মুহুর্তে চলছে অঞ্চল সম্মেলন ও যোগদান অনুষ্ঠান। হাজার-হাজার মানুষ এই সম্মেলনে এসে কুলতলি বিধান সভার বিধায়ক গনেশ চন্দ্র মন্ডলের হাত থেকে পতাকা তুলে নিলেন। কুলতলি এই প্রথম সরকার পক্ষের বিধায়ক নির্বাচিত হয়েছেন গনেশ চন্দ্র মন্ডল।দীর্ঘ ৪৫ বছর পর কুলতলিতে শাসক দলের বিধায়ক নির্বাচিত হয়েছেন শ্রী গনেশ চন্দ্র মন্ডল। মানুষের সাথে অসহায়ের পাশে তিনি। সভায় উপস্থিত ছিলেন হাকিম সরদার, মিলন পুরকাইত, সাহাদাত সেখ, শ্যামাপদ নাইয়া, রূপা সরদার, হাড়োমনি নস্কর, সূধর হালদার, অরুণ নাড়ুয়া,গুণধর সরদার,বাবলু মন্ডল,লক্ষণ হালদার,রাম চন্দ্র বৈদ্য,রহিচ উদ্দিন খাঁন,শ্যামাপদ নস্কর, উদয় হালদার, দেবীরানী নস্কর , নজরুল গায়েন,লুৎফর লস্কর,পারমিতা কয়াল,রামচন্দ্র বৈদ্য, সহ একাধিক ব্যক্তি বর্গ।