|
---|
সেখ সামসুদ্দিন, ১৮ ডিসেম্বর : মেমারি এক ব্লক তৃণমূল শিক্ষক সমিতির উদ্যোগে নতুন বছরের ক্যালেন্ডার ও ডায়েরি উদ্বোধন করা হয়। মেমারি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড অফিসে এই কর্মসূচি করা হয়। উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী, সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ উদ্দিন, জেলা ছাত্রনেতা মুকেশ শর্মা আইএনটিটিইউসি নেতা আসিস রায়, মেমারি ১পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম, শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক সহ শিক্ষক সংগঠনের সদস্য শিক্ষকবৃন্দ। এই অনুষ্ঠানে চেয়ারম্যান শিক্ষক সংগঠনের উদ্যোগকে সাধুবাদ জানান ও প্লাস্টিক বর্জনের আহ্বান জানান। ভাইস চেয়ারম্যান দলীয় নেতৃত্বের একাংশের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। ব্লক সভাপতি শিক্ষক সংগঠনকে আরো সাজিয়ে গুছিয়ে কাজ করার পরামর্শ দেন এবং জানুয়ারির ১৫ তারিখের মধ্যে সমস্ত বিদ্যালয়ে ইউনিট গঠন করতে নির্দেশ দেন। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম এদিনের অনুষ্ঠান ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে না করতে পাড়ায় ক্ষোভ প্রকাশ করেন। তবে মেমারি ১ ব্লক তৃণমূল শিক্ষক সংগঠনের কাজে সকল নেতৃত্ব খুশি ও শিক্ষক সংগঠনের সভাপতির বিভিন্ন সময়ে দলের স্বার্থে সদর্থক ভূমিকা থাকায় ভূয়সী প্রশংসা করেন।