|
---|
বিশ্ব আদিবাসী দিবস উদযাপন বীরভূমে। বিভিন্ন অধিকার রক্ষা বিষয়ে আলোচনা
মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: এবারও ৯ আগস্ট বীরভূমে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস৷ অন্যান্য ব্লক এলাকার মতো রাজনগর ব্লকের শংকরপুর ডিহি গ্রামে দিনটি উদযাপন করা হয় যথাযোগ্য মর্যাদায়৷ টেগোর সোসাইটির পরিচালনায় নেটজ বাংলাদেশ এর সহযোগিতা প্রাপ্ত ‘দাবী’ প্রকল্পের স্বনির্ভর দল সমূহের অংশগ্রহণে দিনটি পালন করা হয়৷
আদিবাসীদের মাতৃ ভাষায় প্রাথমিক শিক্ষার অধিকার, তাঁদের নিজস্ব সংস্কৃতি রক্ষা, জঙ্গল রক্ষার অধিকার, আদিবাসীদের জন্য বরাদ্দ সরকারী সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকার প্রভৃতি বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন গ্রাম প্রধান মোহন হাঁসদা, বাবুজন মুর্মু, স্বনির্ভর দলের নেত্রী সুখমিলাসী মুর্মু, রীনা সরেন প্রমুখ৷ এছাড়াও উপস্থিত ছিলেন রাজনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান লতিকা মুর্মু৷ আদিবাসী নৃত্য, গান পরিবেশন করেন ‘জবা’ ও ‘নীলকন্ঠ’ স্বনির্ভর দলের সদস্যারা৷ টেগোর সোসাইটির কর্মীদের সক্রিয় অংশ গ্রহণ ও সহযোগিতায় উক্ত অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত হয়ে ওঠে বলে জানান স্থানীয়রা৷