রতুয়া এলাকার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার রাজ্য সড়কের ধার থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।

মালদা, ১৭ই জুলাই ।  মঙ্গলবার সকালে রতুয়া এলাকার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার রাজ্য সড়কের ধার থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো । স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ওই এলাকায় যায় রতুয়া থানার পুলিশ। এবং মৃতদেহটি উদ্ধারের পর সেটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়। মৃতদেহ কাছ থেকে একটি পরিচয় পত্র উদ্ধার হয়েছে।

    পুলিশ জানিয়েছে,  মৃতের নাম অমল মন্ডল (৩৭)। তার বাড়ি রতুয়া কাহালা এলাকায় । মৃতের শরীরে কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে। তবে এটি খুন না দুর্ঘটনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

    এদিকে মৃতের একদাদা অজয় মণ্ডল জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে কাজে যাওয়ার নাম করে বেরিয়ে ছিলেন ভাই অমল মন্ডল। এরপর সে আর বাড়ি ফিরে আসে নি । বুধবার সকালে পুলিশ মারফত জানতে পারি রতুয়া এলাকার রাজ্য সড়কের ধারে থেকে উদ্ধার হয়েছে ভাইয়ের দেহ। পরে দেহটি শনাক্ত করেছি । ভাইয়ের হাতে , মাথায়  আঘাতের চিহ্ন রয়েছে।  তাতে অনুমান করা হচ্ছে দুষ্কৃতীরা খুন করে রাস্তা ধারে ফেলে দিয়ে গেছে অমল মন্ডলকে।  তবে কি কারণে মারা হয়েছে সেই ব্যাপারে অবশ্য বিস্তারিতভাবে কিছু জানাতে পারেনি মৃতের পরিবার।

    রতুয়া থানার পুলিশ জানিয়েছে,  মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই বলা যাবে‌  পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।