|
---|
নিজস্ব সংবাদদাতা: নাচ আমাদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রতোভাবে জড়িত। নাচ নিয়ে আমরা রীতিমতো গর্ব করি। বিশ্বের দরবারে বহুবার নাচ দিয়ে মাত করে আসার রেকর্ড আমাদের আছে। সংস্কৃতিমনা আমাদের এ জাতি নিজস্ব সংস্কৃতির পাশাপাশি বিভিন্ন সংস্কৃতির সংস্পর্শে সমৃদ্ধি লাভ করেছে। গত ২৮ শে জুলাই মুরারই সোনার বাংলা হোটেলে অনুষ্ঠিত হলো সৌরজগৎ ডান্স প্লানেট এর উদ্যোগে একটি ডান্স প্রতিযোগিতা। জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন ডান্স করে সকলের মন জয় করেন ডান্স ইন্ডিয়া ডান্স সিজিন ৪ এর বিকি দাস। দারিদ্রতা কে হার মানিয়ে বিকি দাস এখন ডান্স জগতের একটি পরিচিত নাম। মুরারইয়ের ডান্স অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন সুমিত মাল। তিনি দীর্ঘদিন ডান্স জগতের সঙ্গে যুক্ত। সুমিত মাল জানান আমার ইচ্ছা ছিল মুরারইয়ে একটি ডান্স প্রতিযোগিতা করার। আমি চেয়েছি বাইরে শিল্পীরা এসে গ্রাম্য এলাকায় যে প্রতিভা গুলো হারিয়ে যাচ্ছে তাদের খুঁজে বার করুক। গ্রাম্য প্রতিভাগুলোও তাদের প্রতিবাদ তুলে ধরুক এই মঞ্চে। তিনি আরো জানান এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন লায়ন্স ক্লাব ও মুরারই লাক্সমি অটোমোবাইল।