বীরভূম জেলা ১৩ তম প্যান্ডেল ডেকোরেটাস ব্যবসায়ী সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো মুরার‌ইয়ে

    নিজস্ব সংবাদদাতা: ৩০ ও ৩১ শে জুলাই মুরার‌ই জনতা সিনেমা হলে অনুষ্ঠিত হলো বীরভূম জেলা প্যান্ডেল ডেকোরেটাস ব্যবসায়ী সমিতির বার্ষিক সম্মেলন। এই দুদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্যান্ডেল ও ডেকোরেটর ব্যবসায়ীরা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার প্যান্ডেল সমিতির সভাপতি গৌতম সেন ছাড়াও আরো ব্যবসায়ী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তপন চক্রবর্তী। প্যান্ডেল ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয় সরকারের খামখেয়ালীপনার জন্য আমাদের ব্যবসা মার খাচ্ছে। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ভিন্ন দাবি-দাওয়া জানানো হয়। তাদ
    ১/লেটার্স শিল্পে ১২ % জিএসটি লাগু করা হয়েছে তার ফলে আমাদের ব্যবসা প্রায় রাতে উঠতে চলেছে সরকারের কাছে অনুরোধ সেটা কমিয়ে ৫ পার্সেন্ট করা হোক।
    ২/সরকারি বিভিন্ন দপ্তরে ডেকোরেটার্স এর কাজকর্ম সিভিল কন্টাকটার দেওয়া যাবে না।
    ৩/বায়ু দূষণ ও শব্দদূষণ মাপার জন্য জেলায় দূষণ মাপার জন্য মহাকুমা দপ্তরে উপযুক্ত পরিকাঠামোর গড়ে তুলতে হবে।
    ৪/দমকল দপ্তরে ২৬ দফা কালা-কানুন বাতিল করতে হবে।
    ৫/সরকারি ও বেসরকারি বিভিন্ন বেআইনি অনুষ্ঠান ভবন বন্ধ করতে।
    ৬/ডেকোরেটার্সদের জন্য সহজ উপায় ঋণ পরিষেবার ব্যবস্থা করতে হবে