গলসিতে যাঁকযমক পালিত হল বিশ্ব আদিবাসী দিবস

আজিজুর রহমান, গলসি : বিশ্ব আদিবাসী দিবস পালিত হল গলসিতে। রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে ওই উৎসব পালিত হয় বলে জানা গেছে। এদিন পূর্ব বর্ধমান জেলা আদিবাসী উন্নয়ন দপ্তর ও গলসি ২নং ব্লকের ব্যাবস্থাপনায় গলসি উচ্চ বিদ্যালয়ে দিবসটি পালিত হয়। উপস্থিত ছিলেন, রাজ্যের প্রানীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন, বর্ধমান সদর উত্তর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, জেলা পরিষদের সহকারি সভাধিপতি দেবু টুডু, পূর্ব বর্ধমান জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শঙ্কর মন্ডল, গলসি ২ ব্লক সমষ্ঠি উন্নয়ন আধিকারিক সঞ্জীব সেন ছাড়াও বিভিন্ন সম্মানিত অতিথিগন। এদিন প্রথমে সিধু, কানু, রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। পাশাপাশি আদিবাসী গান ও নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। ওই অনুষ্ঠান থেকে আদিবাসী মানুষদের জন্য বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও শিলান্যাসের সাথে সাথে আদিবাসী উপভোক্তাদের সরকারী পরিষেবা প্রদান করা হয়। এছাড়াও আদিবাসী সাংস্কৃতিক দলগুলিকে ধামসা মাদল বিতরণ ও মেধাবী আদিবাসী ছাত্র ছাত্রীদের ডঃ বি আর আম্বেদকর মেধা পুরস্কার ২০২৩ প্রদান করা হয়। এদিকে বিশ্ব উষ্ণায়ন রুখতে আম, নারকেল, লেবু সহ অসংখ্য চারাগাছ বিতরন করা হয়। রাজ্য সরকারের এমন আয়োজনে খুশি হয়েছেন আদিবাসী মানুষরা।