দক্ষিণ দিনাজপুরে পূর্ন মর্যদায় পালিত হলো ৭০ তম সাধারণতন্ত্র দিবস

নিজস্ব সংবাদদাতা,বালুরঘাট-

    সারা দেশের মত দক্ষিণ দিনাজপুরেও সারম্বরে পালিত হল ৭০ তম প্রজাতন্ত্র দিবস। আজ বালুরঘাট স্টেডিয়ামে এই অনুষ্ঠান উপলক্ষ্যে উপস্থিত ছিলেন জেলা শাষক দীপাপ প্রিয়া পি, জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী, জেলা তথ্য আধিকারিক শান্তনু চক্রবর্তী প্রমুখ। এই অনুষ্ঠান উপলক্ষ্যে সকালে জেলা শাষক দীপাপ প্রিয়া পি জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী কে নিয়ে সারা মাঠ প্রদক্ষিণ করে সকলের উদ্দেশ্যে অভিবাদন জ্ঞাপন করেন। এর পর পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির শুভ সুচনা করেন। পতাকা উত্তোলন পর্ব শেষ হলে জেলা শাষক দীপাপ প্রিয়া পি জেলা বাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। জেলা শাষকের বক্তব্য সমাপন হলে জেলা পুলিশের পক্ষ থেকে পুর্ন রাষ্ট্রীয় মর্যদায় জেলা শাষকের উদ্দেশ্যে গান স্যালুট জানানো হয়। এর পর একে একে জেলা পুলিশ এবং তারপর জেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা কুচকাওয়াজে অংশ নেয়। এর পর বিভিন্ন সরকারি দপ্তরের সুসজ্জিত ট্যাবলো মাঠ প্রদক্ষিণ করে। সব শেষে জেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী ও বিভিন্ন সাংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহনকারী এবং কুচকাওয়াজে অংশ গ্রহণকারীদের মধ্যে উৎকৃষ্ঠ তিনটি করে পারফর্মেন্সকে পুরস্কৃত করা হবে বলে জানা গেছে। এই অনুষ্ঠান উপলক্ষ্যে সাধারণ মানুষের উচ্ছ্বাস আবেগ চোখে পড়ার মত।