|
---|
নিজস্ব প্রতিনিধি; মহিষাদলঃ
বিভিন্ন সময় পশুপাখি মেরে রান্না করে খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট কথার দরুন জেলেও যেতে হয়েছে অনেককে। উল্লেখ্য, এই জেলে যাওয়ার ঘটনায় যুব ছাত্র সমাজের সংখ্যাটাই বেশি। প্রাণী সংরক্ষণ নিয়ে এত আইন থাকা সত্বেত বারংবার প্রাণী হত্যাতেই মজে রয়েছে এই যুব ছাত্র সমাজ।
প্রাণী সংরক্ষণ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলে গুলতি দিয়ে বাদুড় মেরে আনন্দের সাথে ফেসবুকে পোস্ট করল Mantu Ghorai নামে এক ফেসবুক ইউজার। এই খবরের ছবিতেই তা স্পষ্ট হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা সহ দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ প্রেমীরা।