|
---|
নূর আহমেদ : ২০ ডিসেম্বর মেমারি বুধবার সকালে সেন্ট প্যাট্রিক্স মর্ডান স্কুলের প্রথম অ্যানুয়াল স্পোর্টস মিট আয়োজিত হলো। ২০২১ সালে স্থাপিত এই বেসরকারী কিন্ডার গার্ডেন স্কুলের পরিচালনায় এই স্পোর্টস মিটে প্রায় ১০০ বাচ্চা অংশগ্রহণ করে বিভিন্ন স্পোর্টস ইভেন্টে। মেমারি স্টেডিয়ামের মাঠেতে এদিন পুরস্কার বিতরণ করা হয়। স্কুলের ছাত্রছাত্রী সহ অভিভাবকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। স্কুলের পক্ষ থেকে আয়াতাক্ষী হাজরা ও কুনাল ভকত জানান আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর ক্রিসমাস কার্নিভাল অনুষ্ঠিত হবে স্কুল প্রাঙ্গণে।