|
---|
এস ইসলাম, নতুন গতি, মুর্শিদাবাদ:,কাতলামারী তরুণ সংঘ ও পাঠাগারের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা, গরীব দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কাতলামারী হাই স্কুল প্রাঙ্গনে। এদিনের এই অনুষ্ঠান উদ্বোধনী সংগীত, সম্মানিয় অতিথি বরণ, গরীব দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ এবং বহিরাগত শিল্পী সমন্বয়ে লোকগীতি গানের মধ্য দিয়ে অনষ্ঠিত হয়। মঞ্চে উপস্থিত ছিলেন রানীনগর গোধনপাড়া গ্রামীণ হাসপাতালের ডাঃ শাহ্ নওয়াজ কবীর, বিশিষ্ট সমাজসেবী মাইনুদ্দিন মন্ডল, কাতলামারী হাই স্কুলের প্রধান শিক্ষক সহ পাঠাগারের উদ্যোক্তারা। মঞ্চ থেকে স্বাস্থ্য সচেতনতা মূলক বার্তা দিলেন ডাঃ শাহ্ নওয়াজ কবীর।