|
---|
আর এ মণ্ডল,ইন্দাস : বাঁকুড়ার ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে করিশুণ্ডা গ্রাম পঞ্চায়েতের দশরথ বাটী থেকে বাঁধের পাড় পর্যন্ত এক মহা মিছিলের আয়োজন করা হয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে ৭ এপ্রিল শুক্রবার বিকেল ৪ টা থেকে ৫ টা অবধি এই মহা মিছিলের আয়োজন। উপস্থিত ছিলেন সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদীপ রাহা,বিষ্ণুপুর মহকুমার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজদীপ সিংহ,সাংগঠনিক সহ সভাপতি সুব্রত দত্ত এছাড়াও ছিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ,অন্যান্য নেতৃবৃন্দ নাসের আলি মোল্লা,চন্দন রক্ষিত, নিমাই মোহান্ত,লুলু মেটে ও ইন্দাস মহা বিদ্যালয়ের ছাত্র নেতা (প্রাক্তন জি এস) সেখ আতাউল প্রমুখ। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সাফল্য আনতে কয়েক হাজার মানুষের এই মহা মিছিলে ব্লক,অঞ্চল ও বিভিন্ন শাখা সংগঠনের মানুষের ভিড় ছিল উৎসাহ উদ্দীপনার জন্য যথেষ্ট। ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে ব্লক কমিটি,সহযোগিতায় করিশুণ্ডা অঞ্চলের শাখা সংগঠন।