এক অভিনব উদ্যোগ বউভাতের অনুষ্ঠানে আমন্ত্রিতদের হাতে চারা গাছ দিয়ে বউভাত অনুষ্ঠান পালন করলেন নবদম্পতি

নিজস্ব প্রতিনিধি : ভাতের নিমন্ত্রনে অন্য স্বাদ। মালদা জেলার কালিয়াচক থানার গোলাপগঞ্জ কামারপাড়া গ্রামের বাসিন্দা যুবরাজ ত্রিবেদীর বিয়েতে বর ও কনের পক্ষ থেকে প্রত্যেক নিমন্ত্রিতকে দেওয়া হলো একটি করে চারা গাছ উপহার এবং তার সাথে সমাজে অনেক মানুষ আছে যাদের কিডনির সমস্যা, চোখে দেখতে পায়না তাদেরকে আলো দেখানোর জন্য বর ও কনে দুজনেই মৃত্যুর পরে অঙ্গদান পত্রে সাক্ষর করেন। অর্থাৎ তারা অঙ্গদান করার প্রতিশ্রুতি দেন।

    তার সাথে সাথে তাদের (ত্রিবেদী পরিবারের) ২১ জন আরও অঙ্গিকার পত্রে অঙ্গদান করবেন বলে সাক্ষর করেন। বিয়ে বাড়ি পুরো প্যান্ডেল জুড়ে লাগানো ছিলো বেশ কিছু মনীষীর উক্তি। সামাজিক কাজকর্ম নিয়ে প্লাকর্ড এছাড়া ও রক্তদান জীবন দান নিয়ে প্লাকার্ড। সেখানে বড়ো করা হয়েছে জাত -ধর্ম -বর্ণ নির্বিশেষে মানুষকে। যেটা পুরো ব্যাপারটাই আজকের সময়ের জন্য প্রযোজ্য।