|
---|
নিজস্ব প্রতিনিধি : পৃথিবীর সব দেশ যখন হন্যে হয়ে নভেল করোনা ভাইরাস নিরাময়ের উপায় খুঁজছে তখন ভারতের আসাম রাজ্যের ক্ষমতাসীন বিজেপি দলীয় এক বিধায়ক ভাইরাস নিরাময় করতে গোমূত্র ও গোবর ব্যবহারের পরামর্শ দিয়েছেন। গোমূত্র ও গোবর ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগও নিরাময়ে সহায়তা করে বলে দাবি করেন সুমন হরিপ্রিয়া নামের ওই বিধায়ক।
বিধানসভার বাজেট অধিবেশনে আসাম থেকে বাংলাদেশে গরু পাচার নিয়ে কথা বলতে গিয়ে তিনি একথা বলেন, গোবর যে অনেক উপকারী এটা আমরা সবাই জানি। কোথাও গোমূত্র ছিটানো হলে ওই জায়গা পবিত্র হয়ে যায়। আমি বিশ্বাস করি, করোনা ভাইরাস সারাতেও গোমূত্র ও গোবর দিয়ে এমন কিছু করা যাবে।