|
---|
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর:বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি আনন্দপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শককে ডেপুটেশন ও সৌজন্য সাক্ষাৎ করলো। বৃহস্পতিবার তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির আনন্দপুর চক্রের শিক্ষক নেতৃত্বগণ ডেপুটেশন ও সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন।
মূলত আনন্দপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সমীপে আনন্দপুর চক্র তৃনমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের দাবীসমূহ ছিলো ROPA-2019 Annexture 2 ও Annexture 3 আগামী ১২ তারিখের মধ্যে এর মধ্যে প্রতিটি শিক্ষক/ শিক্ষিকাগনের হাতে তুলে দিতে হবে। সমস্ত প্রকার সার্ভিস বুক আপডেট করার কাজ আগামী ১৫ আগস্ট ২০২২এর মধ্যে সম্পূর্ণ করতে হবে। যেকোনো অর্ডার ইমপ্লিমেন্ট করার জন্য যথেষ্ট সময় থাকতে ইনফরমেশন দিতে হবে। চক্রের সমস্ত বর্তমান ও প্রাক্তন শিক্ষক/ শিক্ষিকাগনের সাথে সম্মানজনকও সৌহার্দপূর্ণ আচরন করতে হবে। প্রতি মাসে প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান দের নিয়ে আলোচনা সভার আয়োজন করতে হবে। শিক্ষক/ শিক্ষিকাগনের পে স্লিপ স্যালারি স্টেটমেন্ট পাওয়ার ক্ষেত্রে সরলীকরণ করতে হবে, প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত পরিদর্শন করতে হবে এবং ছাত্র সংখ্যা অনুপাতে শিক্ষক-শিক্ষিকার ব্যবস্থা করতে হবে।
এদিনের সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন আনন্দপুর চক্রের কনভেনার বুদ্ধদেব দাস, শ্যামল হাজরা, মিহির বটব্যাল,সঞ্জয় পড়িয়া,আভাস ঘোষ,রাজকুমার মল্লিক, তারাশঙ্কর বেরা ,দেবাশীষ পান,কাঞ্চন ঘোষ,অভিজিৎ সিনহা, সরফরাজ খান, চয়ন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
শিক্ষক শিক্ষিকাদের স্বার্থে বিভিন্ন দাবী দাওয়া নিয়ে আনন্দপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের নিকট আজকের এই সৌজন্য সাক্ষাৎ ও ডেপুটেশন বলে জানিয়েছেন আনন্দপুর চক্রের কনভেনর বুদ্ধদেব দাস ।তিনি আরো জানিয়েছেন, করনা মহামারী কারণে দীর্ঘ দু’বছর তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির আনন্দপুর চক্রের সম্মেলন হয়নি । খুব শীঘ্রই সম্মেলন হবে।