ব্লাড রুট অর্গানাইজেশনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে রক্তদান শিবির.

নিজস্ব সংবাদদাতা মেদিনীপুর: করোনা পরিস্থিতির মধ্যে আয়োজিত রক্তদান শিবিরে রক্ত দিলেন ২৫ জন।রক্তদান আন্দোলনকে প্রসারিত করার লক্ষ্যে কাজ করে চলা সংগঠন ব্লাড রুট অর্গানাইজেশনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে সোমবার মেদিনীপুর শহরের তরুন সংঘ ব্যয়মাগারে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়‌। ব্লাল রুট সংস্থার সংস্থার কর্ণাধার পার্থ প্রতিম মল্লিক জানান, এদিন নতুন ১২ জন রক্তদাতাসহ মোট ২৫ জন রক্তদাতা রক্তদান করেন। এদিন সর্ব কনিষ্ঠ রক্তদাতা হিসেবে রক্তদান করেন সদ্য আঠারো বছর পূর্ণ করা অনন্যা মল্লিক।

    পার্থবাবু আরও বলেন,তাঁরা সব সময় নতুন রক্তদাতাদের উৎসাহিত করার চেষ্টা করেন, এদিনও তাঁদের সেই প্রয়াস অনেকাংশে সফল হয়েছে। এদিনের শিবিরে কেশপুর কলেজের দুজন অধ্যাপক প্রথম বারের জন্য রক্তদান করেন। এদিনের শিবিরে
    রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের নেতৃত্ব অসীম ধর , জয়ন্ত চক্রবর্তী,ফাকরুদ্দিন মল্লিক, সমাজসেবী অধ্যাপক ড.শান্তনু পান্ডা, সমাজসেবী শিক্ষক মনিকাঞ্চন রায়, সমাজসেবী গোপাল সাহা, সমাজকর্মী প্রতিমা রানা সুনীতা রায়, বিশ্বজিত চক্রবর্তী, মুস্তাফিজুর রহমান,তরুণ সংঘের নন্দদুলাল ভকত,তপন ভক প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন এই শিবিরের প্রধান আয়োজক পার্থ প্রতিম মল্লিকের মা তাপসী মল্লিক , ও বোন অনন্যা মল্লিকসহ ব্লাড রুটের অন্যান্যা শুভানুধ্যায়ীরা। এদিন রক্তসংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাডব্যাংক কর্তৃপক্ষ।