|
---|
এডমিন, নতুন গতিঃ নিউজিল্যান্ডের মসজিদে হামলার পরে এবারে সিরিয়াল বিস্ফোরনে কেঁপে উঠলো শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। রবিবার সকালে তিনটি গির্জা, কলম্বোর দ্বীপ জাতির দুটি হোটেল, ও অন্যান্য জায়গাতেও বিস্ফোরনের খবর পাওয়া গিয়েছে। আহত প্রায় পঞ্চাশ জন ও নিহতের সংখ্যা ৪৫০ এর বেশি৷
এই হামলার দায় কেউ স্বীকার না করলেও তামিল টাইগারের দিকে সন্দেহের তীর আটকেছে। ধারনা করা হচ্ছে তামিল টাইগারদের ২০০৯ সালের পরাজয়ের পরে উঠে আসার চেষ্টায় এই হামলা করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে কোনো সংগঠনই এই হামলার দায় স্বীকার করেনি। ধর্মীয় স্থানে হামলা কেনো সেই বিষয়কে নিয়ে চিন্তায় বিভিন্ন রাজনৈতিক মহল।৷