|
---|
নতুন গতি ওয়েব ডেস্কঃ আলিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ছাত্র মফিজুল মল্লিক ফাজিল পরীক্ষায় ভালো ফল করেও আর্থিক অনটনের কারণে পড়াশুনার খরচ নিয়ে চিন্তিত। কেশপুর ব্লকে দোগাছিয়া গ্রামে বাড়ি মফিজুল মল্লিকের । বাবা কৌসর মল্লিক একজন দিনমজুর। দিন আনে দিন খায়। বাড়ির আর্থিক অবস্থাও খুবই খারাপ। জমি জায়গা নাই। মফিজুল মল্লিক উচ্চমাধ্যমিক (ফাজিল ) পরীক্ষায় ৫২৯ পেয়েছিল। পরে পিপিআর করায় প্রাপ্ত নম্বর বেড়ে দাঁড়ায় ৫৩৪। সে দোগাছিয়া সিনিয়ার এম এস ডি ইউ মাদ্রাসা থেকে উচ্চমাধ্যমিক ( ফাজিল ) পরীক্ষা দিয়েছিল।
মফিজুল রাজ্য সরকার থেকে কোন সাহায্য পায়নি এখন পর্যন্ত। তার বাবা কওশার মল্লিক বলেন আমার পক্ষে আমার সন্তানের পড়াশোনার খরচ চালানো খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে । এই অবস্থায় যদি সরকার বাহাদুর ও কোন সংস্থা আর্থিকভাবে সহায়তার হাত বাড়াতো তাহলে আমার সন্তানের পড়াশোনার খরচ চালানো কিছুটা সহজ হত। যদি কোন সহৃদয় ব্যক্তি বা সংস্থা ওই ছাত্রের সঙ্গে যোগাযোগ করে আর্থিক সাহায্য করতে চায় তাই তার ফোন নম্বর দেওয়া হলো 90836 39925