|
---|
মেদিনীপুর: সংকল্প ফাউন্ডেশন দ্বিতীয় বছর ডক্টর্স ডে পালন করলো। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্মদিনে আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে সূচনা হয়। মাল্যদান করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাননীয় গোপাল সাহা মহাশয়। দিনটিকে ডাক্তার দিবস হিসাবে পালন করা হয় তাই সংকল্প ফাউন্ডেশন এর পক্ষ থেকে শহরের বিশিষ্ট দাঁতের ডাক্তার অর্ধেন্দু সামন্ত ও ডাক্তার স্বার্তকী সামন্ত, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার কাঞ্চন ধাড়া ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার সন্ধ্যা মন্ডল ধাড়া, জেনারেল ফিজিসিয়ন ডা: ডি. পি. দোলাই , চোখের ডা: অচিন্ত মাইতি কে সংগঠনের পক্ষ থেকে উত্তরীয়, ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয়।
উপস্থিত ছিলেন গোপাল সাহা, পারমিতা সাউ, পিন্টু সাউ, অনীশ সাউ, অরিত্র দাস, অপনা দাস, ডঃ শান্তনু পাণ্ডা। যখন আমাদের শরীর খারাপ হয় তখন আমরা ডাক্তারদের কাছে ছুটে যাই তাই ডাক্তারদেরকে আমরা ভগবানের দ্বিতীয় রূপ বলে মনে করি । আজ এই দিনে সমস্ত ডাক্তারদের জানাই সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।