|
---|
নতুন গতি প্রতিবেদক : আজ এআইসিসি ও পিসিসি এর নির্দেশে জগতবল্লভপুর ব্লক কংগ্রেসের আয়োজনে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি ও পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও তৎসহ রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ও নৃশংস ভাবে কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু এর হত্যা, আমতার প্রতিবাদী যুবক আনিস খান এর হত্যা, বীরভূমের রামপুর হাটের বগটুই গ্রামের নিরীহ মানুষদের অমানুষিক হত্যার প্রতিবাদে বড়গাছিয়া সকাল বাজারে বিক্ষোভ সভা।
উপস্থিস ছিলেন হাওড়া জেলা কংগ্রেসের সহ সভাপতি বিশিষ্ট অর্থীতিবিদ শ্রী প্রণব খাঁ, হাওড়া জেলা যুব কংগ্রেস সহ সভাপতি তথা INTUC এর কার্যকরী সভাপতি শ্রী বিশ্বজিৎ সরকার, শিবপুর কেন্দ্র কংগ্রেসের সহ সভাপতি শ্রী প্রভাত সাউ, জগতবল্লভপুর ব্লক কংগ্রেস সভাপতি শ্রী সমর কুমার হাজরা, ব্লক কংগ্রেস এর কার্যকরী সভাপতি জনাব সিরাজুল ইসলাম সাহেব, জগতবল্লভপুর ব্লক যুব কংগ্রেস সভাপতি শ্রী সমীর মাইতি, জগতবল্লভপুর ব্লক কংগ্রেস এর সম্পাদক শ্রী অরিজিৎ হাজরা, সেখ বাদশা, সেখ সাসো, জগৎবল্লভপুর ১ নম্বর অঞ্চল কংগ্রেসের সভাপতি জনাব শেখ আব্দুল মোকাদ্দেম (রিপন), বুদ্ধদেব গাঙ্গুলি, ও অন্যান্য নেতৃবৃন্দ এবং বহু কংগ্রেস কর্মী গণ।