বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মুগবসান টার্গেট ওয়েলফেয়ার সোসাইটির

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর: ক্ষুদ্র প্রয়াস কিন্তু উদ্দেশ্য বৃহত্তম। এলাকার মানুষকে পরিবেশ সচেতন করার উদ্দেশ্যে মুগবসান ফুটবল মাঠে পরিবেশ নিয়ে আলোচনা সভা ও এলাকার মানুষদেরকে চারা গাছ বিতরণ করা হলো। এলাকার প্রবীণ নাগরিক সেখ পিয়ারু মহাশয়ের উদ্যোগে আমাদের সোসাইটির ব্যবস্থাপনায় এই ক্ষুদ্র প্রয়াস অনুষ্ঠিত হয়েছে।

    এদিন বক্তব্য রাখেন প্রবীণ নাগরিক সেখ পিয়ারু, শিক্ষক সিরাজ চৌধুরী, সমাজকর্মী সেখ আলতাফ আলী, গ্রামীণ চিকিৎসক সেখ কমরুদ্দিন, শিক্ষক স্নেহাসিস চৌধুরী, মুগবসান স্পোর্টিং ক্লাবের সম্পাদক জাকির হোসেন চৌধুরী সহ অন্যান্যরা। প্রবীণ নাগরিক সেখ পিয়ারু গ্রামের মানুষকে পরিবেশ নিয়ে সচেতন হওয়ার অনুরোধ করেন । তিনি গাছ লাগানোর ওপর জোর না দিয়ে গাছকে কীভাবে লাগিয়ে যত্ন করে বড় করা যাবে তার ওপর জোর দেন। এদিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিক্ষক সিরাজ চৌধুরী। এদিন গ্রামের কিছুজনকে চারা গাছ বিতরণ করা হয়। পরে আরও চারাগাছ দেওয়ার প্রতিশ্রুতি দেন টার্গেট ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তারা