|
---|
নিজস্ব প্রতিবেদক:- ফের বিতর্ক ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ছবি ঘিরে। এই ছবির প্রদর্শন নিয়ে সোশাল মিডিয়ায় ‘ভুল তথ্য পরিবেশন’ (false information) করার অভিযোগ উঠল। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার (arrested) করা হল অজিত ভার্মা নামে এক যুবককে।’দ্য কাশ্মীর ফাইলস’ ছবি নিয়ে ‘ভুল তথ্য পরিবেশন’ করার অভিযোগে হাওড়া থেকে গ্রেফতার করা হল অজিত ভার্মাকে। অভিযোগ এই ছবি প্রদর্শনী নিয়ে ‘হল মালিককে হুমকি, দর্শকদের মধ্যে ভীতি প্রদর্শন’ করা হয় বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করেন ওই যুবক। তবে পুলিশের দাবি এমন কোনও ঘটনা ঘটেনি।