|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: প্রতিবেশীদের শ্রীলংকার অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ বর্তমানে। সেই কারণে ভারত বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। ইতিমধ্যেই ভারত থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিজেল পাঠানো হয়েছে শ্রীলঙ্কায়।
ডলারের তুলনায় শ্রীলঙ্কান মুদ্রার ভ্যালু আন্তর্জাতিক মার্কেটে অনেকটাই কমে গিয়েছে। সেই কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। এই কারণে বিদেশ থেকে দ্রব্য সামগ্রী আমদানি করতে পারছে না শ্রীলঙ্কা। ভারত জানিয়েছে শ্রীলংকায় খুব তাড়াতাড়ি পর্যাপ্ত পরিমাণে চাল পাঠাবে। আশা করা যায় যার ফলে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিছুটা কমবে।