রামন ম্যাগসেসে পুরস্কার পাচ্ছেন NDTV-র সাংবাদিক রবীশ কুমার।

নতুন গতি নিউজ ডেস্ক।  ম্যাগসেসে পুরস্কার পাচ্ছেন NDTV-র সাংবাদিক রবীশ কুমার। এই পুরস্কারের জন্য রবীশ কুমারের নাম ঘোষণার সময় বলা হয়েছে, ‘২০১৯ সালের ম্যাগসেসে পুরস্কারের জন্য রবীশ কুমারের নাম নির্বাচনের সময় বোর্ড অফ ট্রাস্টিজ দেখেছে তাঁর পেশার প্রতি দায়বদ্ধতা, সর্বোচ্চ মানের নৈতিক সাংবাদিকতা, সত্য ও স্বাধীনতার পক্ষে দাঁড়ানোয় তাঁর সাহসকে।’

    এশীয় ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়া সর্বোচ্চ এই পুরস্কারকে এশিয়ার নোবেল পুরস্কার হিসেবেও বর্ণনা করা হয়।

    রবীশ ছাড়াও চলতি বছরে এই পুরস্কার পাচ্ছেন মায়ানমারের সাংবাদিক কো সোয়ে উইন, থাইল্যান্ডের আংখানা নীলাপাইজিত্‍‌, ফিলিপিন্সের রয়মুন্ডো পুজান্তে ও কিম জং কি।

    রবীশের প্রশংসায় আরও বলা হয়, ‘উপস্থাপক হিসেবে রবীশ ভদ্র, জ্ঞানী। তিনি অতিথিদের দমিয়ে রাখেন না। বরং তাঁদের নিজের বক্তব্য বলার সুযোগ করে দেন।’

    ম্যাগসেসে পুরস্কার প্রাপকরা পরে নির্ধারিত কোনও তারিখে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করবেন। সার্টিফিকেট, পদক ও নগদ পুরস্কার তুলে দেওয়া হবে তাঁদের হাতে।

    এর আগে এই সম্মানে ভূষিত হয়েছেন আরকে লক্ষ্মণ, পি সাইনাথ, অরুণ শৌরী, কিরণ বেদী ও অরবিন্দ কেজরিওয়াল।