হালিশহর বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্তের দাবি

নিজস্ব সংবাদদাতা : হালিশহর বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্তের দাবি করেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তাঁদের পাশে দাঁড়ালেন সিপিআইএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। আর এই বিষয়টির তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। আপত্তি জানিয়েছেন বিজপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক সুবোধ অধিকারী। ফলে রাজনৈতিক তরজা শুরু হয়।

    এই বিস্ফোরণ নিয়ে বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, ‘‌আগে আমার বাড়িতে বোমাবাজি করা হয়েছিল। এবার সরাসরি বোম মেরে মানুষ মারছে। তৃণমূল কংগ্রেসের লোকজন সন্ত্রাস চালাচ্ছে। নিজেদের ক্ষমতা জাহির করছে। এই বোমাবাজি নিয়ে তদন্ত করুক এনআইএ।’‌ শুভেন্দু অধিকারী বলেন, ‘‌গোটা রাজ্যটাই বোমাবারুদের স্তূপে বসে রয়েছে। কেন বিস্ফোরণ হল তদন্ত করুক এনআইএ।

    ঠিক কী বলেছেন সিপিআইএম নেত্রী?‌ এই বিষয়ে সিপিআইএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন, ‘‌বারবার কেন ভাটপাড়া–ব্যারাকপুরে বিস্ফোরণ হবে? কেনই বা পুলিশ এভাবে নিষ্ক্রিয় থাকবে? নিরপেক্ষ তদন্তের সুবাদে এনআইএ তদন্ত হোক।’‌ উল্লেখ্য, বৃহস্পতিবার হালিশহরের জগন্নাথ ঘাটে আচমকা বোমা বিস্ফোরণ ঘটে। কয়েকজন শিশু সেখানে খেলছিল। শিশুদের মধ্যে তিনজন রক্তাক্ত হয়েছে।

    এই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপির ঘাড়ে দোষ চাপিয়েছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুর–দমদম সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক বলেন, ‘দুষ্কৃতী বিট্টুর বাড়ি লাগোয়া ওই জমিতে বিজেপির দুষ্কৃতীদের একটি ঠেক রয়েছে। ওরা বোমা তৈরি করে মাটির তলায় পুঁতে রেখেছিল। তা থেকেই এই বিস্ফোরণ ঘটেছে।’‌