|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক:সম্প্রতি দুদিনের বঙ্গসফর সেরে ফিরে গেলেন অমিত শাহ ।বাংলায় আসবে বিজেপি সরকার, সেই নিয়ে রাঙামাটির দেশে দিতে দেখা গেল শাহকে হুঙ্কার।সেই চ্যালেঞ্জের পাল্টা দিতে দেখা গেল ঘাসফুল শিবিরের ভোটকুশলি প্রশান্ত কিশোরকে। আজ সোমবার পিকে ট্যুইটে সাফ উল্লেখ করেন যে বিজেপিকে দুই অঙ্কের সংখ্যার গন্ডি পেরোতে যথেষ্ট কষ্ট করতে হবে।
পিকে ট্যুইটের শেষের দিকে বিশেষ জোর দিয়ে জানান যে সবাই এটি সেভ করে রাখুন। বিজেপি দুই অঙ্কের আসন সংখ্যার গন্ডি পেরোলেই তিনি সেই কাজ ছেড়ে দেবেন বলেও জানান।
আত্মবিশ্বাসে ভরপর পিকের এই ট্যুইট ইতিমধ্যেই নেট দুনিয়ায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।