মৈপিঠ কোস্টাল থানার নগেনাবাদের মৎস্যজীবী নিহত বাঘের আক্রমণে

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : মৈপিঠ কোস্টাল থানার নগেনাবাদ এলাকার বাসিন্দা ৫৭ বছরের পঞ্চু মুণ্ডা গত কাল স্ত্রী সহ আরো দুই জনকে সঙ্গে নিয়ে সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে যায়, কাঁকড়া ধরে বাড়ি ফেরার পথে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার পঞ্চু মুণ্ডার উপর ঝাঁপিয়ে পড়ে পাশে থাকা স্ত্রী ও ভীম মুণ্ডার অসীম সাহসীকতায় বাঘের মুখ হতে ছাড়িয়ে আনলেও শেষ রক্ষা পেলনা। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তির অকাল মৃত্যুতে স্তব্ধ গোটা এলাকা। একের পর এক মৎস্য জীবির জীবন কাড়ছে বনবিবির বাহন। প্রতিনিয়ত পরিবার-পরিজনের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যায় এই সমস্ত মৎস্যজীবী। আর মাছ কাঁকড়া ধরার মুহূর্তেই ঘটছে বিপত্তি একের পর এক মানুষ বাঘের হানায় মৃত্যু হচ্ছে। মানবতাবাদী সংগঠন এপিডিআর এর সম্পাদক আলতাফ আহমেদ তিনি জানান বিকল্প কর্মসংস্থান না থাকায় এমনই করে খোঁয়াতে হচ্ছে তরতাজা যুবক দের। আর যে সমস্ত পরিবার বাঘের আক্রমণে আহত কিংবা নিহত হচ্ছে সেই সমস্ত পরিবারের সদস্যদের দিকে একবারও নজর না দেওয়ায় প্রশ্নচিহ্ন তুলতে শুরু করেছে সাধারণ মানুষ তাদের দাবি সরকার এদের পাশে থাকুক এবং সহযোগিতা করুক। এমনই দাবি জানাচ্ছেন। কাঁকড়া ধরতে গিয়ে মৃত্যু আজ আবার বাঘের আক্রমণে মৃত্যু পঞ্চু মুন্ডা বয়স-৫৭ পিতা মাহিন্দা মুন্ডা মৃতের বাড়ি নগেনাবাদে মৈপিট কোষ্টাল কুলতলি সঙ্গীদের সাথে মাছ কাঁকড়া ধরতে যায় সঙ্গে নিজের ছেলে ও স্ত্রী কে নিয়ে সংসার। কাঁকড়া ধরতে থাকার সময় গঙ্গা,যমুনার চড়ে পাশের জঙ্গলে থাকা বাঘ ও পঞ্চু মুন্ডা ওপর আক্রমণ করে।
এই ৪৫ দিনে ৮ জন আক্রান্ত হলো মৃত্যু হলো- ৫ জনের মৃত্যু মিছিল অব্যাহত।