|
---|
বাবলু হাসান লস্কর দক্ষিণ চব্বিশ পরগানা : এস ইউ সি আই দলের পক্ষ থেকে পঞ্চ শহীদদের স্মরণে অনুষ্ঠিত হলো স্মরণ সভা।জয়নগর দুই নম্বর ব্লকের চুপড়িঝাড়া অঞ্চলের ঘটিহারানিয়া বাজারে ১৯৬৭ সালে কংগ্রেসের ঘাতক বাহিনীরা খাদ্যের সাথে বিষ খাইয়ে হত্যা করে এস ইউ সি আই কমিউনিস্ট দলের তরতাজা পাঁচ যুবকে ১৯৬৭ সালে জখন জমিদার জোরদারেরা সাধারণ মানুষের উপর নির্মম অত্যাচার চালানো।তখন এস ইউ সি আই সি দলের অন্যতম সদস্য হয়ে উঠেছিলেন শিবদাস ঘোষের আদর্শ নিয়ে নিপীড়িত শোষিত বঞ্চিত লাঞ্চিত অপমানিত মানুষেদের কে সংগঠিত করছিল এই সমস্ত যুবকেরা।তখন শাসক দল কংগ্রেস দেখছে এদের কথা সাধারণ মানুষজন শুনছে এদের কে না সরালে কংগ্রেসের অস্তিত্ব থাকবে না। সেকারণে এস ইউ সি আই সি দলের কর্মীদেরকে হত্যা করে ।
১ মুছা লস্কর ২ অম্বিক ৩ শশধর
আবেদালী সহ অপর ব্যক্তিদেরকে হত্যা করে।আজ তাদের স্মরণ করতে এস ইউসিআই কমিউনিস্ট দলের এমনই স্মরণ সভা যেখানে উপস্থিত ছিলেন জেলা ও রাজ্য কমিটির একাধিক নেতৃত্ব।