|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- কলকাতা হাই কোর্টে ইতি মধ্যে রাজ্যে সকল পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের নির্দেশ দিয়েছেন।আজও সকাল থেকে বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে সিবিআই ,পাশাপাশি ডায়মন্ডহারবার পুরসভাতে তল্লাশি প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হানা পুর নিয়োগ দুর্নীতিতে একের পর একজায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। এবার পুর নিয়োগ দুর্নীতিতে ডায়মন্ডহারবার পুরসভা এবং পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমানে ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীরা হালদারের বাড়িতে হানা দিলেন সিবিআই এর আধিকারিকরা। এর আগে নিয়োগ সংক্রান্ত নথি চেয়ে ডায়মন্ডহারবার পুরসভাকে নোটিশ দেয় ইডি। কেন্দ্রের তদন্তকারী সংস্থার নোটিশ অনুযায়ী সমস্ত তথ্য পাঠিয়েও দেয় পুরসভা।পুরসভার বর্তমান চেয়ারম্যান প্রণব দাস বলেন সেই সময় নিয়োগে দুর্নীতি হয়েছে সেটা বলতে পারব না, সেটা আদালতের বিষয়। স্থানীয় সূত্রে জানা গেছে ৮টি গাড়ি করে প্রায় ২৫ থেকে ৩০ জন সোমবার সকালে সিবিআই এর ২টি দল ডায়মন্ড হারবার পুরসভা এবং প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে একসঙ্গে হানা দেয়। সূত্রে জানা যায় ২০১৬ সালে ডায়মন্ড হারবার পুরসভায় গ্রুপ সি ও ডি করে প্রায় ১৬ জনকে নিয়োগ করা হয়েছিল তাদের মধ্যে ১৩ জনই ডায়মন্ড হারবার এর বাসিন্দা অস্থায়ী কর্মী। তখন পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিল অয়ন শীলের সংস্থা। যদিও সেই বিষয়ে এর আগে পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মীরা হালদার জানিয়েছিলেন, ২০১৬ সালের শেষ থেকে ১৭ সালের অগাস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল। তবে সেখানে দুর্নীতি হয়েছে বলে তিনি মনে করেন না। তাঁর দাবি বোর্ড অফ কাউন্সিলর আলোচনা করে, যে ভাবে নিয়ম মাফিক কাজ করা হয়, সেই ভাবেই এজেন্সি মারফৎ পরীক্ষা নেওয়া হয়েছিল। সেক্ষেত্রে পুরসভা সঠিকভাবেই এগিয়েছিল এবং অ্যাপোয়েন্টমেন্ট দিয়েছিল বলে দাবি করেন তিনি। পুর সভার প্রাক্তন চেয়ারম্যান এর এলাকার বাসিন্দা পুর দুর্নীতির অভিযোগে সি বি আই এর জানা এমন ঘটনা খুব নিন্দনীয়। ডায়মন্ড হারবার পুর সভার নিয়োগ দুর্নীতি তদন্তে আগামীতে কি পদক্ষেপ নেবে সি বি আই এখন সেটা দেখার।