|
---|
নিজস্ব সংবাদদাতা : মালদার মেধাবী ছাত্র সাজিদ হুসেন ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে কলকাতায় এসেছিল NEET র কোচিং নিতে। কিন্তু স্বপ্নপূরণের আগেই তাকে জীবন দিতে হল বহিরাগত দুষ্কৃতিদের লোভের শিকার হয়ে। সম্প্রতি এই বাঙালি ছাত্রের অপরহরণ ও হত্যার ঘটনায় বাংলা জুড়েই চাঞ্চল্য ছড়িয়েছে। হত্যার মূল অভিযুক্ত বহিরাগত গৌতম সিং ও তার সহযোগী পাপ্পু।
এই ঘটনায় প্রতিবাদে সরব হয়েছে বাংলা পক্ষ সংগঠন। বাংলার মাটিতে বহিরাগতরা কিভাবে অপরাধ সংগঠিত করছে ও বাঙালি নিজের মাটিতেই নিরাপত্তা হারাচ্ছে এই ঘটনা তার প্রমাণ বলেই সংগঠনটির দাবি। আজ কলকাতার রানুছায়া মঞ্চে বাংলা পক্ষর ছাত্র সংগঠন “বাংলা ছাত্র পক্ষ”র ডাকে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, ছাত্র পক্ষর আহ্বায়ক রণ ভট্টাচার্য, দক্ষিণ ২৪ পরগণার সম্পাদক প্রবাল চক্রবর্তী সহ শতাধিক সহযোদ্ধা।
গর্গ চট্টোপাধ্যায় বলেন ” সাজিদ মালদা থেকে অনেক স্বপ্ন নিয়ে কলকাতায় এসেছিল, কিন্তু সে আজ একদল হায়নার শিকারে পরিণত হল। গ্রাম থেকে, জেলা থেকে প্রতিবছর অনেক ছেলেমেয়েই অনেক স্বপ্ন নিয়েই কলকাতায় আসে, কিন্তু তাদের অনেকের স্বপ্নই অধরা থেকে যায় বহিরাগত ক্রিমিনালদের কারণে, সাজিদের মত মৃত্যুও হয় অনেকের। কলকাতা বাংলার রাজধানী, বাঙালির রাজধানী , ইউপি, বিহারের নয়, এই শহরে বাঙালিই শেষ কথা বলবে।” তিনি আরও বলেন, জেলার ছেলেমেয়েদের কলকাতায় নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, জেলার ছাত্রছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা করতে হবে।
ছাত্র পক্ষের তরফে রণ ভট্টাচার্য বলেন ” আমরা এক বাঙালি ভাইকে হারিয়েছি, এক স্বপ্নের মৃত্যু হয়েছে। আমরা এর বিচার চাই, দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই।” তিনি বলেন জেলা থেকে পড়তে আসা আর কোন মেধার এই পরিণতি ছাত্র পক্ষ হতে দেবে না, কোন বাঙালি মায়ের কোল খালি হতে দেওয়া যাবে না।
বাংলা পক্ষর মালদা জেলা সংগঠনের এক প্রতিনিধি দল আজ সাজিদের বাড়িতে যায় ও তার বাবা-মায়ের সাথে কথা বলে। সন্তানহারা এই পরিবারের পাশে থাকার কথা জানান প্রতিনিধিরা।