|
---|
মালদাঃ- —রবিবার সাত সকালে রেললাইনের উপর থেকে এক অজ্ঞাত পরিচয় কিশোরের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুর রেলস্টেশনে।খুন নাকি আত্মহত্যা তদন্ত শুরু করেছে পুলিশ।তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে।জানা গিয়েছে এদিন সাত সকালে হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে ওভার ব্রীজের নীচে ওই কিশোরের মৃত দেহ পড়ে থাকতে দেখতে পান রেল যাত্রী এবং স্থানীয় বাসিন্দার।খবর পেয়ে জিআরপি কর্মীরা ছুটে এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।তবে
ওই কিশোরের কোনো পরিচয় পাওয়া যায়নি।