বিবাহ বর্হিভূত সম্পর্কের কথা জেনে গিয়েছিল স্বামী! তার জেরে স্বামীকে খুন

নিজস্ব সংবাদদাতা : বিবাহ বর্হিভূত সম্পর্কের কথা জেনে গিয়েছিল স্বামী। তার জেরে স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। স্বামীকে খুন করে বর্তমানে শ্রীঘরে স্ত্রী।

     

    মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মালদহের পুখারিয়া থানার সম্বলপুর রামচন্দ্রপুর গ্রামের ঘটনা। ঘটনাকে ঘিরে এদিন রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।পরিবারের পক্ষ থেকে পুকুরিয়া থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্তে নেমেছে পুলিশ।পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত স্বামীর নাম হাসান আলী (২২)। ঘটনার পর অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে পুখুরিয়া থানার পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল। রাতে বাড়ি থেকে চেঁচামেচির আওয়াজ শুনতে পান প্রতিবেশীরা।চিৎকারের আওয়াজ শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন, হাসান আলী মৃত অবস্থায় পড়ে রয়েছেন।

     

    গৃহবধূ বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। সেই নিয়েই বিবাদ চলছিল তাঁদের মধ্যে। প্রতিবেশীদের প্রাথমিক অনুমান, এরই জেরে স্বামীকে খুন করেছে অভিযুক্ত গৃহবধূ।

     

    খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুখুরিয়া থানার পুলিশ। এর পর অভিযুক্ত স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।মৃত হাসান আলীর মাসি শেফালী বিবি বলেন, ‘আমাকে খবর দেওয়া হয় হাসান আলী মারা গেছে। আমি তড়িঘড়ি দিদির বাড়িতে আসি। এসে দেখি হাসান মৃত অবস্থায় পড়ে রয়েছে। এবং পাশে বসে রয়েছে দিদি। আমার বিশ্বাস স্ত্রী তার স্বামীকে মেরেছে।স্থানীয় বাসিন্দা আনারুল হক জানান,অভিযুক্ত মহিলাটির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এই নিয়ে চারদিন আগে গ্রামে সালিশি সভা হয়। এর পর এরকম যে একটা ঘটনা ঘটে যাবে তা আমরা কল্পনা করতে পারিনি। তাদের ছয় বছরের ছেলে ইনজামাম নিজেই পুলিশকে জানিয়েছে তার মা তার বাবাকে খুন করেছে।

     

    ঘটনার পর থেকে গোটা এলাকা থমথমে। মৃতের বাড়িতে ভিড় করতে থাকে আশেপাশের বাসিন্দারা। এদিকে ঘটনার তদন্ত নেমেছে পুখুরিয়া থানার পুলিশ।