উজ্জলা গ্যাসের গ্রাহক কেন কমে যাচ্ছে তার প্রতিবাদে তৃণমূলের অভিযান বিভিন্ন গ্যাস ডিলার অফিসে

নিজস্ব সংবাদদাতা : উজ্জ্বলায় কতটা উজ্জ্বল হল বাংলার মায়েদের রান্না ঘর, গ্যাসের মূল্য বৃদ্ধি হবার পর থেকে গ্যাসের ব্যাবহার কি কমে গিয়েছিল?এমনি কিছু প্রশ্ন নিয়ে দার্জিলিঙ জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আজ শিলিগুড়ি টাউন 1,2 ,3 এর অন্তর্গত বিভিন্ন LPG Dealer দের কাছে তথ্য চেল শিলিগুড়ি মহিলা তৃণমূল কংগ্রেস।আজ সকালে মহিলা সভাপতি মিলি সিনহ্ার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা শিলিগুড়ির বিভিন্ন গ্যাস ডিলারদের কাছে জানতে চান কেন গ্রাহকের সংখ্যা কমে আসছে? মানুষ কি গ্যাসের বুকিং কমিয়ে দিয়েছেন? কোথায় ঠিক কতটা গ্যাস বুকিং কমে গেছে এটা নিয়ে এক পরিসংখ্যান নিল মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা। মিলি সিনহ্া জানালেন আমাদের কাছে যা তথ্য আসল তাতে মানুষের একটা আতঙ্ক তৈরী হয়েছে গ্যাসের দাম বেড়ে যাবার পরে। অনেক মানুষ এখন গ্যাস কম ব্যাবহার করতে শুরু করে দিয়েছেন। আজকে গ্যাসের মুল্য মানুষের কাছে আলাদাভাবে আতঙ্ক তৈরী করে রেখেছে বলে ধারনা আমাদের। এখন অনেক মানুষ গ্যাসের বদলে অন্যকিছু ব্যাবহার করতে শুরু করে দিয়েছে আর মানুষ এখন বাইরের খাবারের উপরেও নির্ভর করতে শুরু করে দিয়েছে। তাই আমরা তথ্য জোগার করছি এতে বোঝা যাবে ঠিক কত মানুষ গ্যাসের ব্যাবহার কমিয়ে দিয়েছে।