|
---|
কলকাতা: পেট্রোপণ্য সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূ্ল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার কলকাতায় যৌথভাবে মিছিলের আয়োজন করেছে যুব তৃণমূল ও টিএমসিপি।
দুপুর তিনটে নাগাদ হাজরা মোড় থেকে ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত মিছিলে হাঁটবেন যুবনেত্রী সায়নী ঘোষ, টিএমসিপির সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, উত্তর ও দক্ষিণ কলকাতার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি।
জানা গেছে, এই প্রতিবাদ মিছিল ঘিরে যথেষ্ট পুলিশ নিরাপত্তা রয়েছে। এদিন বাম সমর্থকরাও জায়গায় জায়গায় প্রতিবাদ দেখাচ্ছেন। ফলে যানজটের আশঙ্কা চরম।