|
---|
নুরউদ্দিন, রায়দিঘী : আর কদিন পরে পঞ্চায়েত ভোট। তার আগে তৃণমূলের তরফ থেকে দিদির দূত কর্মসূচি। বিভিন্ন গ্রামে গ্রামে যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধিরা, তারাই দিদির দূত, কি কি সমস্যা রয়েছে কি কি এখনো পাওয়া যায়নি সেগূলিই যাতে সাধারণ বাসিন্দারা জানতে পারেন তার জন্য এমন পরিকল্পনা তৃণমূলের। দিদির দ্রুত মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়ে প্রচার অভিযানে নেমেছেন রায়দিঘি বিধানসভার মথুরাপুর ২নম্বর ব্লকের ব্লক তৃণমূল যুব সভাপতি উদয় হালদার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫টি জনমুখী প্রকল্প নিয়ে তারা কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে। মথরাপুর ২নম্বর ব্লকের তৃণমূল যুব সভাপতি উদয় হালদার দিদির দ্রুত হিসাবে অত্যন্ত গ্রাম অঞ্চলে যেমন রাধাকান্তপুর অঞ্চল, নন্দকুমার পুর অঞ্চল, রায়দিঘি অঞ্চল, দিঘীরপাড় বকুলতলা অঞ্চল, কুমড়া পাড়া অঞ্চল সহ বিভিন্ন অঞ্চলে পৌঁছেছেন। আর গ্রাম ঘুরে শুনছেন মানুষের চাওয়া পাওয়ার কথা। মানুষ যা পেয়েছেন সেটা লিখে নিচ্ছেন, অন্যদিকে না পাওয়ার খতিয়ানও তৈরি করছেন।। কোনরকম অতিশয্য নয়। দলের কর্মীর বাড়িতে এক সঙ্গে ভাগ করে দুপুর ও রাতের খাবার খাচ্ছেন তিনি।