|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- শীতের মরশুমে বাংলার গ্রামে গ্রামে শুরু হয় ধাপাস বল, পিংপং সহ আরো অন্যান্য খেলা। আর সেই উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও গতকাল সন্ধ্যায় ডায়মন্ড হারবার ২নং ব্লকের অন্তর্গত মাথু্র অঞ্চলের কড়াইবেড়িয়া গ্ৰামের পার্শ্ববর্তী ময়দানে, কড়াইবেড়িয়া ইয়াং স্টার ক্লাবের পরিচালনায় দুইদিন ব্যাপী সারা বাংলা নক আউট ধাপাস বল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন এই ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ হাঃ ২নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের লড়াকু সভাপতি তথা বিশিষ্ট সরকারি আইনজীবী মাহবুবার রহমান গায়েন,মাথুর অঞ্চলের উপ প্রধান প্রবীর পাত্র,মাথুর অঞ্চলের কৃষাণ সেলের সভাপতি দেবব্রত খাড়া সহ আরো অন্যান্য সকল অতিথিবৃন্দ।