গোবরডাঙ্গায় ‘আমার আশা ফাউন্ডেশন’ এর উদ্যোগে “বিনামূল্যে বাজার”

মহঃ মফিজুর রহমান , উত্তর ২৪ পরগণা : আজ উত্তর ২৪ পরগণার গোবরডাঙ্গায় সেচ্ছাসেবী সংগঠন ‘আমার আশা ফাউন্ডেশন’ এর উদ্যোগে চতুর্থ দিনের “বিনামূল্যে বাজার” অনুষ্ঠিত হয় । এই কর্মসূচির মাধ্যমে এলাকার শতাধিক অসহায় মানুষের হাতে সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য সামগ্রীসহ নতুন বস্ত্র তুলে দেন সংগঠনের কর্মকর্তারা । গোবরডাঙ্গা ব্লুস্টার ক্লাব মাঠে অনুষ্ঠিত হয় এই ” বিনামূল্যে বাজার ” ।

    আমার আশা ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোসারফ মোল‍্যা জানান আজ ছিল ” বিনামুল্যে বাজার ” এর চতুর্থ দিন ।  প্রথম দিন থেকে আজ পযর্ন্ত তারা কয়েকশো গোবরডাঙ্গাবাসীর হাতে খাদ‍্য সামগ্রীসহ নতুন বস্ত্র তুলে দিয়েছেন । মোসারফবাবু আরও জানান, তাদের এই মহতি কর্মসূচি সফল করতে পুলিশ প্রশাসনসহ এলাকার সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিবর্গরা বিশেষভাবে সহযোগিতা করেছেন ।

    আজকের কর্মসূচিতে ‘আমার আশা ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ রাজ‍্য কমিটির ব্লাড ডোনেশান বিভাগের নেতৃত্ব ফিরোজ সরদার, ব‍্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি সায়ন ভট্টাচার্য্য, মছলন্দপুর ব্লাডডোনার অ‍্যাসিয়েশন ও ফুড ডিস্ট্রিবিউশনের রাজ‍্য সভাপতি সোম পান্ডে ও রাজ‍্য সম্পাদক সুখেন মল্লিক সহ অন‍্যান‍্য নেতৃত্ববৃন্দ ।
    উল্লেখ্য ‘জীবনের মূল্য আয়ুতে নহে, কল্যাণপূত কর্মে’- এই আপ্তবাক্যকে পাথেয় করেই পথচলা শুরু করেছিল ‘আমার আশা ফাউন্ডেশন’ স্বেচ্ছাসেবী সংগঠন ৷ আজও সমাজসেবায় নিয়োজিত এই সংগঠন ।

    অতিমারী এই করোনা পরিস্থিতিতেও ধারাবাহিকভাবে অসহায় মানুষজনের হাতে বিভিন্ন প্রকার সাহায্য তুলে দিচ্ছেন সংস্থার সদস্যরা । আজ সংস্থার পক্ষথেকে গোবরডাঙ্গা ব্লুষ্টার ক্লাব মাঠে “বিনামূল্যে বাজার” কর্মসূচির মাধ্যমে এলাকার শতাধিক অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রীর পাশাপাশি নতুন বস্ত্র সম্পূর্ণ বিনামূল্যে তুলে দেওয়া হয় । নতুন বস্ত্র হাতে পেয়ে স্বভাবতই উচ্ছসিত হন অসহায় মানুষেরা । সমাজের অসহায় মানুষদের জন্য কাজ করার উদ্দেশ্যেই এই সংগঠন তৈরি করেছিলেন সমাজসেবী মোসারফ মোল্যা । তাঁর তৈরি এই জনকল্যাণমুখী সংগঠনের মহানুভবতায় খুশি এলাকার মানুষজন ৷