|
---|
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- আজ ডায়মন্ড হারবার মহকুমার শুভান্ন সার্কিট হাউসে, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে,সকল ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, শিক্ষাক্ষেত্রে ইতিমধ্যেই শুরু হওয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের অন্তর্গত, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদানের বিশেষ শিবিরের আয়োজন করা হয়। জানা যায় দুঃস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের পড়াশোনার জন্য বাৎসরিক নূন্যতম সরল সুদে দশ লক্ষ্য টাকা পর্যন্ত ঋণে বিশেষ সাহায্যে এই উদ্যোগ। কোভিড বিধি মেনে আনুষ্ঠানিক ভাবে আজ ডায়মন্ড হারবার মহকুমার মধ্যে মোট ৯৩ জন ছাত্র ছাত্রীদের হাতে পুষ্পক সহ স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিষ্ট্রিক ম্যাজিস্ট্রেট অতুল ঘোষ,এস ডি আই সি ও জ্যোতি বিশ্বাস,পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস,কাউন্সিলর দেবকী হালদার,তপন সিকদার সহ আরও অনেকে।