|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :
বকুলতলা জমিয়ত উলামা হিন্দের আহ্বানে মধ্য খড়িবাড়ী মনিরতট দারুল হুদা জামে মসজিদে ইসলাহে মোয়াশারার সভা। সভায় সভাপতিত্ব করেন,জনাব হজরত মাওলানা রফিকুল হাসান সাহেব (দ:বা:) ,সভাপতি বকুলতলা জমিয়ত উলামা হিন্দ, উপস্থিত ছিলেন জনাব হাফেজ সোহরাব সাহেব, হাফেজ হাবিবুল্লাহ সাহেবহা: ওবায়দুল্লাহ সাহেব,জনাব মুফতী আমিরালী সাহেব, মাওলানা হাসান সাহেব, মাওলানা ইস্রাফিল সাহেব, মাওলানা আতাউর সাহেব, মাওলানা আবু সিদ্দিক সাহেব, উক্ত মসজিদের ইমাম, মাওলানা আব্দুল হামিদ সাহেব,ও এলাকার আনান্য স্থানীয় উলামায়ে কেরামগণ।
উক্ত বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়, সমাজ ও জাতির প্রতি দায়িত্ব ও কর্তব্যের কথা মাথায় রেখে সমাজকল্যাণমূলক কার্য সম্পাদন করা । উল্লেখ্য, “মুফতি আমির আলী সাহেব” নিজের বক্তব্যের মধ্যে স্মরণ করালেন যে, জমিয়তের কাজকে আজ আমরা গুলিয়ে ফেলছি, কিন্তু জমিয়তের কাজ ইবাদত মনে করে করা। জমিয়ত হল দ্বীন কে বাঁচানোর ইসলাম কে বাঁচানোর জন্য করা। জমিয়ত দরদী ও সদস্যদের উদ্দেশ্য করে বললেন যে, জমিয়তের কাজ হল মানুষকে সেবা করা, খিদমত করা।