রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের তেঘরী গ্রাম পঞ্চায়েতের শতাধিক কৃষকের জমির ফসল নষ্ট হওয়ার কারণে মাথায় হাত আর্তনাদ কৃশকদের

আব্দুস সামাদ, জঙ্গিপুর: র্মূর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের টেঘোরী গ্রাম পঞ্চায়েতের পদ্মা নদীর সীমান্তবর্তি এলাকায় কয়েক বিঘা জমি সেই জমিতে বর্তমানে ভুট্টা ফসল উৎপন্ন হয়।

    কিন্তূ কৃষকদের অভিযোগ দীর্ঘ কয়েকদিন ধরে রাতের অন্ধকারে ঝাকের ঝাঁক কিছু বন্য প্রাণী এসে সেই জমির ফসল নষ্ট করে দিচ্ছে।তাতে করে কৃষকদের আর্তনাদ ও চোখে মুখে গ্লানির ছাপ।

    কৃষক বন্ধুরা বলেন জমিতে যে ফসল উৎপন্ন হয় তার উপর নির্ভর করে আমাদের সংসার চলে,এই ফসলের উপর নির্ভর করেই আমাদের পরিবারের ছেলে মেয়েদের পড়া লেখার খরচা,ও বৃদ্ধ মা বাবার মুখে অন্য তুলে দী। যদি এই ভাবেই আমাদের ফসল নষ্ট হতে থাকে তাহলে আমাদের জীবন বিপন্ন মুখী হয়ে উঠবে হবে।

    এইদিন অর্থাৎ রবিবার শতাধিক ক্ষতিগ্রস্ত কৃষক জমায়েত হয়ে বিক্ষোভ দেখান তিনারা বলেন আমাদের যে ভাবে ক্ষতি হচ্ছে তাতে করে আমরা রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী আখরুজ্জামন,জঙ্গিপুর সংসদ খলিলুর রহমান, ও রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক বিডিও ও বন্দপ্তরের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করে ব্যাবস্থা গ্রহণ করার আর্জি জানিয়েছেন।