|
---|
বাইজিদ মণ্ডল মগরাহাট:-মগরাহাট থানার অন্তর্গত এন সি বাগ ইটভাটার কাছে ইঞ্জিং ভ্যান এর সঙ্গে টাটা সুমোর মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক এর গুরুতর চট পায়,স্থানীয়রা সেই অবস্থায় এলাকার স্থানীয় সাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পথেই রাস্তায় মৃত্যু হয়। এলাকার স্থানীয় বাসিন্দারা আটক করে খবর দেওয়া হয় মগরাহাট থানায়, ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছে যায় মগরাহাট থানার পুলিশ। ঘটনার স্থানীয় সূত্রে জানা গেছে এন সি বাগ ইটভাটার কাছে টাটাসুমো নিয়ন্ত্রন হারিয়ে ইঞ্জিন ভ্যানে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে ইঞ্জিন ভ্যান চালক রাস্তায় ছিটকে পরে লুটিয়ে পড়ে। তড়িঘড়ি করে ভ্যান চালক কে তুলে নিয়ে মগরাহাট স্থানীয় সাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যু হয়। নিহত পরিবার থেকে জানা যায় মগরাহাট বিলন্দপুরের বাসিন্দা মনিরুল গাজী দিনআনে দিন খাওয়া প্রতিদিনের মতো আজও রোজগারের জন্য ইঞ্জিন ভ্যান নিয়ে বাহির হয়ে ছিল। এমন মর্মান্তিক পথ দুর্ঘটনা হলো আজ তার জীবিত অবস্থায় বাড়ি ফেরা হলো না। এখন নিহত এলাকায় ও পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।