|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: মহাত্মা গান্ধীজির মৃত্যুদিনে বিশ্ব কুষ্ঠ দিবসে তাঁতিগেড়িয়া বামুনপাড়াতে সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি সচেতনতা শিবির এবং ৭০ জন মানুষের মধ্যে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গান্ধীজীর প্রতিকৃতিতে মাল্যদান এর মধ্য দিয়ে সূচনা হয়।
মাল্যদান করেন আমাদের সদস্য স্বাতী বন্দ্যোপাধ্যায়ের, বক্তব্য রাখেন সময় বাংলার কর্ণধার জয়ন্ত মন্ডল, ডিরেক্টর ডঃ শান্তনু পাণ্ডা, প্রধান উপদেষ্টা গোপাল সাহা, বেঙ্গাই উদ্যোগি সংঘের সভাপতি রাহুল কোলে, বক্তব্যে উঠে আসে গান্ধীজির কুস্ঠ দের পাশে থাকার কথা। উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি প্রতিমা রানা, পিন্টু সাউ, অপর্ণা দে, অনীশ সাউ, দেবাশীষ ভূঁইয়া, প্রিয়াঙ্কা রানা, অনুষ্কা রানা, অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন সম্পাদিকা পারমিতা সাউ।