আনন্দপুরে পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা পথসভা.

নিজস্ব সংবাদদাতা, আনন্দপুর : পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে দু মাস ব্যাপী চলছে রোড সেফটি মান্থ। এই উপলক্ষে রবিবার আনন্দপুর বাস স্ট্যান্ডে একটি সচেতনতা মূলক পথ সভার আয়োজন করা হয় জেলা পুলিশ ও আনন্দপুর থানার উদ্যোগে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি এস পি (ডি & টি) , আনন্দপুর থানার ও সি সুবীর মাঝি, সি আই প্রনবেশ মাহাত, এলাকার বিশিষ্ট সমাজসেবী তপন চক্রবর্তী, আনন্দপুর ট্রান্সপোর্ট ইউনিয়নের সম্পাদক উত্তম পাঁজা, স্থানীয় চিকিৎসক ডঃ দিলীপ পান প্রমুখ।


    অনুষ্ঠানের সূচনা হয় স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে। এই উপলক্ষে এই দিন একটি পথ নিরাপত্তা সংক্রান্ত কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। কুইজ পরিচালনার জন্য উপস্থিত ছিলেন জেলার প্রথিতযশা কুইজ মাস্টার মেদিনীপুর কুইজ কেন্দ্রের অরিন্দম দাস ও পুলিশ কর্মী কুইজমাস্টার শুভরাজ আলি খান। কুইজকে ঘিরে উপস্থিত দর্শকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
    উপস্থিত পুলিশ আধিকারিকরা পথ নিরাপত্তার নানান দিক নিয়ে সুন্দর আলোচনা করেন।