রেশন ডিলারদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কালিয়াচক দুই নং ব্লকে র বিডিওকে ডেপুটেশন প্রদান করলো এম আর ডিলার অ্যসোশিয়েশন ।

মালদা ৮ জুলাই ঃ রেশন ডিলারদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কালিয়াচক দুই নং ব্লকে র বিডিওকে ডেপুটেশন প্রদান করলো এম আর ডিলার অ্যসোশিয়েশন ।
চাল গম আটা চিনি কুইন্টাল প্রতি ২৫০ টাকা কমিশন ও ৩০০০০ টাকা রোজগার সুনিশ্চিত করার দাবিতে এই ডেপুটেশন । এম আর ডিলার অ্যসোশিয়েশন স্হানীয় ১৫ দফা দাবি দাওয়া ডেপুটেশন পেশ করে । ।এছাড়া ও সংগঠন ৮ জুলাই থেকে ২৯ জুলাই একমাস ধরে গোটা রাজ্য ব্যাপি তাদের বিভিন্ন দাবি দাওয়া গুলি নিয়ে ধারাবাহিক আন্দলনে নেমেছে । কালিয়াচক দুই নং ব্লকে র সম্পাদক মনসুর আলি জানান” রাজ্যে রেশন ডিলারেরা সরকারি কর্মসূচি স্বাস্থ্য সাথি সহ বিভিন্ন প্রকল্প রুপায়ন করছে । কিন্তু তাদের পরিবারের জীবনধারনের জন্য নুনতম আর্থিক সংস্থা নায় ।তাই এম আর ডিলার অ্যসোশিয়েশন এক মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে। পরে আগামী ২৯ জুলাই কলকাতার রানিরাসমনি এভিনিউ এ জমায়েত করে রাজ্যের সমস্ত ডিলার রা সেদিন জমায়েত করে রাজ্য পাল ও খাদ্য মন্ত্রীর কাছে লিখিত ভাবে আবেদন জানাবে । এম আর ডিলার অ্যসোশিয়েশনের ব্লক
৮ জুলাই থেকে ২৯ জুলাই একমাস ধরে গোটা রাজ্য ব্যাপি আমরা বিভিন্ন ১৫ দফা দাবি দাওয়া গুলি নিয়ে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবে ।
ডিএই এম আর ডিলার অ্যসোশিয়েশনের অন্যান্য দাবি গুলি হলো সরকারের রেশন ডিলারদের ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য বিমার আন্ডারে আনতে হবে । কুইন্টাল প্রতি দুই কেজি কমিশন ।রেশন ডিলারদের পার্টনারশিপ প্রথা চালু করতে হবে রেশন ব্যবস্থার বিভ্রান্তি দূর করতে রাজ্য সংগঠনের
বিডিও সঞ্জয় ঘিষিং জানান ” ডিলারদের দাবি দাওয়া গুলি পেয়েছি। সমস্ত দাবি প্রশাসনের উপর মহলে জানাবো ।”