|
---|
নতুন গতি, মালদা: মালদা জাতীয় সড়ক দিয়ে ব্রাউন সুগার পাচারের পথে গ্রেফতার দুই। উদ্ধার হয়েছে ৩কেজি ৩৭ গ্রাম। যার আনুমানিক বাজার মুল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। ধৃতদের নাম মান্না শেখ, বাড়ি বাবর বোনা গোলাপ গঞ্জ। সরিফ শেখ বাড়ি শেরশাহী আলীপুর। পুলিশ সুত্রে জানা গিয়েছে,কাটিহার থেকে লরিতে করে দুই পাচারকারী ব্রাউন সুগার নিয়ে মালদার বাইপাস ৩৪নম্বর জাতীয় সড়ক দিয়ে কালিয়াচকের দিকে যাচ্ছিল। সেই সময় পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালায়। এরপর লরিটিকে আটক করে তল্লাশী চালাতেই চালকের পেছন থেকে ব্যাগ ভর্তি এই ব্রাউন সুগার উদ্ধার হয়। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের পরিমান ৩কেজি ৩৭গ্রাম। যার বাজার মূল্য সাড়ে তিন কোটি টাকার ওপরে। ঘটনায় দুই পাচারকারীকে আটক করা হয়েছে। তবে এর সঙ্গে কে কে জড়িত রয়েছে তাও তদন্ত করা হচ্ছে।
জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন,ধৃতদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে তদন্ত করা হচ্ছে।